- Alo Chhaya (From "Crisscross") 歌词 Armaan Malik
- 歌词
- 专辑列表
- 歌手介绍
- Armaan Malik Alo Chhaya (From "Crisscross") 歌词
- Armaan Malik
- যা কিছু পেয়েছিস,
সব আজই হারালি তুই। যা খুঁজে পেয়েছিস শোন, সব আজই হারালি। কেন জীবন এমন জ্বালা? বুকজোড়া এই জ্বালা রে? স্বপ্নে তুই আজ পালা, বুকে কিসের জ্বালা রে। স্বপ্ন ছিঁড়ে পালা, বুকজোড়া কোন জ্বালা রে, চোখে আগুন জ্বালা, আলো সাজিয়ে আজকে। কে জ্বালাবে? তোর সবই বেপরোয়া, বিষে মিশে যাবে, শূণ্য বুকে হাওয়া, তোকে ফিরে পাবে। তুই আগুনে সওয়ার, ও মন কোথায় যাবি। তুই আগুনে সওয়ার, হারিয়ে সব যাক। তোকে কেউ তো চেনে না তোর ঘুমে নৌকা ডোবে। গানে স্বপ্নেরা, তুই সাজাবি আর কবে? আলো ছায়া মুখ, তোর পুরোনো অসুখ, চোখ থেকে এঁকেছিঁড়ে ফেল। তুই নতুন আলো লেখ, তোর জীবন ফিরে পাবি। তুই আগুনে সওয়ার, ও মন কোথায় যাবি? ও একা একা বাঁচে, কেউ আসেনা ওর কাছে, ঐ রাস্তা থমকে আছে, তুই আগুনে সব জ্বালা রে। আকাশে জ্বালা কি চোখ পোড়ানো জ্বালা, কি ভুল হল, হেরে গেল এ জীবন! একা একা বাঁচে, কেউ আসেনা ওর কাছে, ঐ রাস্তা থমকে আছে, তুই আগুনে সব জ্বালা রে, আকাশে জ্বালা। কি চোখ পোড়ানো জ্বালা! স্বপ্নে তুই লিখবি কবে ভোর? তোর সবই বেপরোয়া বিষে মিশে যাবে ঘুড়ি নীল হাওয়া তোকে ফিরে পাবে। তুই আগুনে সওয়ার, ও মন কোথায় যাবি? তুই আগুনে সওয়ার, হারিয়ে সব যাক। তোকে কেউ তো চেনে না, তোর ঘুমে নৌকা ডোবে। গানে স্বপ্নেরা, তুই সাজাবি আর কবে? আলো ছায়া মুখ, তোর পুরোনো অসুখ, চোখ থেকে এঁকে ছিঁড়ে ফেল। তুই নতুন আলো লেখ, তোর জীবন ফিরে পাবি। তুই আগুনে সওয়ার, ও মন কোথায় যাবি। ও ছায়া ছায়া আলো - আলো ছায়া রে! ছায়া ছায়া ছায়া রে।
|
|