- Tor Hata Chola (From "Naqaab") 歌詞 Armaan Malik
- 歌詞
- 專輯列表
- 歌手介紹
- Armaan Malik Tor Hata Chola (From "Naqaab") 歌詞
- Armaan Malik
- তোর হাটা চলা - তোর কথা বলা,
ধরেছে আমাকে জড়িয়ে। তোর হাটা চলা - তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে। তোর চারি ধারে - হয়ে গেছি ছায়া রেখেছি নিজেকে ছড়িয়ে। আগভেজা ঘাসে, পায়ে পলাশে পাতা গেছে ভিজে, কি যে করি রে? তোর হাটা চলা - তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে। সবে তো দেখাশোনার শুরু, মন কেন ব্যস্ত অবিস। আড়ালে একটা নিশি পুরু করুক সে হাজার নালিশ। তুই আশেপাশে চলে চলে এলে, কাঁপ দিয়ে ওঠে সারাশরীরে। তোর হাটা চলা – তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে। আজ নয় কাজ সবই থাক পড়ে, তোর সাথে পালিয়ে বেড়াই। আভাসে তোর দেয়া রোদ্দুরে, ইচ্ছের পাখনা দোলাই। আগভেজা ঘাসে,পায়ে পলাশে পাতা গেছে ভিজে, কি যে করি রে ? তোর হাটা চলা – তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে। তোর চারি ধারে – হয়ে গেছি ছায়া রেখেছি নিজেকে ছড়িয়ে ।
|
|